বিভ্রমে বসতি -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
নিত্যনতুন দূরালাপে আজ
ভাবছি বসে এটাই আমার কাজ
তুমিও নারী সেও নারীর ভাঁজ
নিজের মাঝে পুরুষ দেখা সাজ ।
দুই ভাগেতে ভাগ করেছেন তিনি
ধরার মাঝে একমাত্র পুরুষ যিনি
নিজেও আমি প্রকৃতির’ই অংশ
পুরুষ ভাবি নিজেকে আজ তাই
বেঘোরে ঠিক জীবন দিলো কংস ।
টাট্টু ঘোড়া সেই মরেছে কবে
পায়ের খুরের শব্দ কানে বাজে
ইতিহাসে প্রাণ দিয়েছে যারা
মুখ লুকালো তারাও কতো লাজে।
হরিণ চোখে অধরা সেই কস্তুরী,
আলগা ঘ্রাণে মন্দের ভালো পাই,
দোষ দেবে আর কারে কোথায় তুমি,
আমরা সবাই এক জলসার সাথী
জ্বলতে থাকে অসহায় ঝাড়বাতি ।
জলসা ঘরে প্রাণ দিতে তার তাড়া
রং-মহলে রং ছিটিয়ে প্রত্যহ দেয় যারা
সকাল হলে কেউ রাখেনা তার খোঁজ
রং-ছিটিয়ে জং ধরিয়ে মদ পেয়ালায় রোজ।
ঘরের মাঝে কৃপা বসত করে যাদের,
অনুকম্পা বাহিরে খোঁজ করে,
বিভ্রমে বসতি গড়ে ছটফটিয়ে তারা
নিজের ভেতর নিজে’ই যায় মরে।

Add to favorites
211 views