বিমর্ষ বসন্ত -
রুপক চৌধুরী
Published on: ফেব্রুয়ারী 14, 2020
যে ফাগুন দেখেছিলাম তোমার চোখে আমি,
বুঝিনি তার সবটা ছিলো ছাই চাপানো আগুন,
কূল খুঁজে তাই ভুল করেছি এ কোন মোহে মজে,
হৃদয় মাঝে অহোরাত্রে ব্যথা যে তাই দ্বিগুণ ।
ফুলের মতো যে ফুটেছে মিষ্টি কথার লালগালিচায়,
বুঝিনিতো কোনো কালে সাপ পুষে সে অন্তরালে,
বিষের নেশায় মত্ত সদায় চিত্ত যে তার ছলচাতুরে,
বসন্তরাগ বিদায় নিয়ে অশ্রু ঝরে মন ভাদরে ।
কোকিল পলাশ আর লিখে না মন শিমুলের খামে,
তার ছলনায় ভোর উষাতে সন্ধ্যা নামে মনে,
অভিনয় তার রক্তে মেশা কত রংয়ের ছটায়,
দোষ করে সে নিজের স্বার্থে অন্য নামে রটায় ।
হঠাৎ কোথায় হারিয়ে গেলো ভালোবাসার সীমান্ত,
তার খেয়ালে গা ভাসিয়ে বিমর্ষ তাই বসন্ত ।

Add to favorites
1,302 views