বিরহের কবি বাই আরিফ মুহাম্মদ কায়ানী -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
আমি বিরহের কবি, মিলনে মোরে হে দেবী, বরিয়োনা বরিয়োনা প্রিয়ে!
অনন্তহৃদয়তলে দুখের প্রদীপ জ্বেলে বরিয়ো সে প্রদীপে পুড়িয়ে।।
তোমার চরণতলে আঁখিজলে রচিবো যে গীতি,
নিঠুর হেলার ছলে তুমি তারে দলিও গো নিতি।
মম বাণী বীণাতানে ধায় যদি তোমা পানে, কাঁদিয়োনা তাহারে ফিরায়ে।।
আমার অমর সুর যায় বঁধু যতদূর, তুমি তারও দূরে যেয়ো সরি;
আমার হিয়ার মাঝে যেন তব ব্যথা বাজে, দিবস বরষ যুগ ধরি।
দুজনার সুখস্মৃতি আছে যত মম আঁখিপাতে,
প্রাণের বাঁধন ছিড়ি লও কাড়ি আপনার হাতে।
যেন তব ব্যথাদানে, মোর সকরুণ গানে খুঁজে ফিরি তোমারে হারায়ে।।

Add to favorites
1,676 views