“ বিশ্বাসের অসুখ বিসুখ ” -
হৃদয় লোহানী
Published on: ডিসেম্বর 4, 2015
=== হৃদয় লোহানী ===
আমাকে বিশ্বাস না পেলে —
হৃদয়টা উইল করে পাঠিয়ে দেবো
তোমার ঐ শৈল্পিক ঠিকানায় –-
প্রয়োজনে মুমূর্ষু ভালবাসায় দেবো ‘ও পজেটিভ ব্লাড
ভালবেসে লক্ষ কোটি লিফলেট ওড়িয়ে দেবো
আকাশে বাতাসে সাক্ষী রেখে—
লোকালয়ে হরতাল ডেকে
জানালার পর্দা তুলে চেয়ে থাকবো অনন্ত কাল—
আমাকে বিশ্বাস না পেলে –
ঈশ্বরের ছায়ায় একজোড়া হাত রেখে দেবো
তোমাকে পাবার প্রার্থনায় —
মখমল ঘাসে মিষ্টি মধুর প্রনয়ে
নকশি কাটবো অসংখ্যবার –
হাজারটা টেলিফোনে ডাকবো
পার্কে সিনেমায় রেস্তোরায়
কিংবা বুকের জমিনে
ভ্যানেটি ব্যাগে ভরে দেবো
মাল্টিকালার ভালবাসার গোলাপ –
আমাকে বিশ্বাস না পেলে—
অচেনা পথিককে আঁটকে রেখে প্রশ্ন করবো –
মানুষ কেন শুণ্য বুকে অন্য সুখ খুঁজে
মৌনতা বুঝে না—
মানুষ কেন দগ্ধ বুকে ভুল সুখ বুঝে
যত্নে তূলে রাখা ভালোবাসা নেয় না…।

Add to favorites
676 views