বিশ্বাসের বিসর্জন -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 28, 2020
যারে করেছি মাথার মুকুট হীরক সোনা দিয়ে,
হৃদয়ের সব গোপন কথা বলি বিশ্বাস নিয়ে।
আত্মার মাঝে বসিয়ে যারে দেবীর মতো পূজি,
বঞ্চনা দেই গঞ্জনা নেই বেলাশেষে তারে খুঁজি ।
তোতা পাখি হয়ে নিজে শিখাই তারে ভাষা,
মর্তে থেকে স্বর্গে বানাই তারে নিয়ে বাসা।
দুচোখে তার প্রেরণা ঝরেছে আমার তরে কতো,
রাত্রি দিনে বুক ভাসিয়ে কান্না করতো যে শত।
অথচ আজ সেই সোহাগী আমার রক্ত চায়,
আমার বুকে ছুরির ঘায়ে আনন্দ গান গায়।
সব অপবাদ সহ্য করি আমারো দোষ ছিল,
তাইতো বিধাতা হৃদয় মাঝে বজ্র আঘাত দিলো ।

Add to favorites
694 views