বিষন্ন স্বপ্ন -
সেরাফিন মন্ডল
Published on: জুলাই 12, 2020
বহুকাল আগে মৃত এক বিষন্ন স্বপ্নের মৃত্যুবার্ষিকী ছিল কাল,
বিষন্ন স্বপ্ন,
স্বপ্নটা তোমার মুখটা দেখাতো অস্পষ্ট ,ঝাপসা
কিন্ত তোমার পেছনের নদীটা পরিষ্কারই চোখে আসতো,
নদীটা ময়ুরাক্ষী,
মনে আছে আমার,
অশ্বত্থের ডালে বউ কথা কও ডেকে যেত,
স্পষ্ট দেখতাম ওটাকে,
কেবল তুমি ছিলে ধূসর,
মাথার উপরে দুটো আকাশ দেখতে পেতাম,
একটির মুখ ভার ,
অপরটিতে জল ভরা,
কেবল তোমার মুখটাই চিনতে পারতাম না,
ফালি ফালি আলুর মত জোছনা চোখে পড়তো,
তোমার জলপ্রপাতের মত চুলটাও,
কেবল তোমার মুখে বসানো ছিলো না চোখ, নাক,
সব ঝাপসা আর অস্পষ্ট,
স্বপ্নটা ছিল প্রদর রোগী,
আর বিষন্ন,
কাল মৃত্যুবার্ষিকী ছিল তার।

Add to favorites
851 views