বিষাদের চোরাবালি -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 29, 2020
হাঁটতে হাঁটতে পা রেখেছি নাম না জানা পথে,
মনের ভুলে খেই হারিয়ে এক আলেয়ার রথে ।
সমান্তরাল পথের ফাঁকে লুকিয়ে ছিল ফাঁদ,
ক্ষণিক পরে মিটলো আমার সেই না পথের স্বাদ ।
মনের গলি ভরা যে তার চোরাবালির ধাঁধায়,
পাও ফেলে তাই সেই গলিতে মরীচিকা কাঁদায় ।
পথের উপর বিছানো তার নানান ফুলের মালা,
আড়ালে তার লুকিয়ে রাখা হরেক কাঁটার জ্বালা ।
ভালোবেসে পথটা আমি দিয়েছিলাম পাড়ি,
মনের আলো পালিয়ে গেল আঁধার দিয়ে ছাড়ি ।
পথের বুকের চোরাবালি তলিয়ে নিল তাই,
ফাগুন বেলায় হেলায় ফেলায় বিষাদের গান গাই ।

Add to favorites
1,901 views