বিষ -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 30, 2021
কন্ঠে হলাহল ধারন করে ভোলানাথ,
নীলকন্ঠী নাম পেল সমুদ্রমন্থন কালে,
তীব্র বিষ তাকে টলাতে পারে নি একটুও,
আরো বেশি পূজনীয় হলো ফলে সেও।
আমিতো আর মহাদেব নই,নই মহাপুরুষ,
পর্ণমোচী জন্ম নেওয়া,তাও নই সু-পুরুষ,
তার মিথ্যার বিষে জর্জরিত দেহ-মন-প্রাণ,
কন্ঠে ধারণ করতে পারিনি,তাই হৃদয় বিরাণ।

Add to favorites
624 views