বিষ -
maju ebrahim
Published on: নভেম্বর 4, 2018
নিজে নিজেরে দংশন করি!
প্রেম বিষের জ্বালায়,-
এতো ওঝার ঝাড়-ফুঁতেও
এ বিষ নাহি পালায়।
এ বিষ তো দেহের নয়!
এ বিষ যে হৃদয়ের,-
এ বিষ নিত্য থাকে জ্যান্ত!
এ বিষ নয় ক্ষয়ের।
এ বিষের চির যাতনাতে
তিলে তিলে পুড়ি,-
থাকতে মোর সোনার অঙ্গ;
দিলটা গেল মরি।
এ বিষ নিত্য হাসায়-কাঁদায়!
ভাসায় আখিঁ জলে,-
রাঙ্গিয়ে যায় বিরহী রঙ্গে
অগণিত তার ছলে।
এ বিষের নাই রে শেষ!
শুরু শুধু আছে?-
কখনো থাকে এ বিষ দুরে
কথনো বা কাছে।

Add to favorites
757 views