বিড়াল আর একবাটি দুধ -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
বিড়ালের কাছে আর পয়সা ছিলো কই,
না ছিল তার পোষ মানানো লাল গাই,
পড়শীর ঘরের দুধের বাটি দেখে দেখে’ই,
পরাণটা তার আনমনে করতো খাই খাই ৷
জানতো না সে গাই পোষা নয় সহজ,
খইল-ভুষি ঘাস দিতে হয় নিত্য তারে,
কাঁটা দিতে গেরস্তরা সাহস করে যেমন,
দুধ দিতে আর হাত উঠে না তাদের তেমন।
অথচ তার দুধের বাটি নিতান্ত’ই চাই,
ইদুর মারার ক্ষমতাটা থাক আর না থাক,
ধানের গোলায় কর বসানো থামে’না দেখে,
মালিক পক্ষ মনে ভাবে কী হবে বিড়াল রেখে!
ম্যাও ম্যাও আওয়াজ তুলে ঘরে ঘরে যায়,
কাঁটা ছাড়া ভাগ্যে আর কী এমন জুটে,
মনিব পুত্র আমে দুধে নিত্য ঠিকে’ই খায়,
হা করে বিড়াল মামা চোখ ঘুরিয়ে চায় ।
তোমার হাতেই কর্জ রাখা আমার দুধের বাটি,
অনুকম্পা হলে তোমার না হয় দিও আমায়,
চেয়ে আছি হাত বাড়িয়ে বেহায়া প্রাণ লয়ে,
গাই পোষানো ঘাস খাওয়ানো মনিব মেনে তোমায় ।

Add to favorites
440 views