বৃষ্টি বন্দনা -
এইচ বি রিতা
Published on: জুলাই 12, 2015
টুপটুপ বৃষ্টি ঝড়ে; কেমন মাতাল করে; দেখ বৃষ্টি ঝড়ে আজ
রুপসী বাংলার মাঠে; সেনালী ধানের শিষে;দেখ মেঘবতীর বহুরুপী সাজ ।
রোজ আকাশ কাঁদে;প্রাত ভোরের শেষে; দীগন্ত রেখায় কারুকাজ
তন-মন এক করে; রাখালীয়া বাঁশির সুরে; কেমন বৃষ্টি ঝড়ে আজ।
সবুজ ঘাঁসে গো ;শিশির বিন্দু হয়ে; যেমন বৃষ্টি ঝড়ে আজ
ভিজিয়ে দিও তবে; গোপন অবিলাষ; লাজে রাংগা বধুসাজ।
এমনই লগনে প্রিয়; জাগে অভিলাষ প্রানে; ছন্দ হয়ে ভিজিয়ে গো দিও
আমার চোখে আজ; গ্রীষ্মের ক্ষরতাপ; বৃষ্টি হয়ে ভিজিয়ে গো যেও।
ভেজা শিহরন গায়;তিরতির সরীসৃপ পায়;আগুনের মত কাম তেড়ে আসে
সুবিন্যস্ত অভিসন্ধি,অনাবৃত্ত বুক ফুঁড়ে; আজ জলজোছনায় ভাসে।
কেমন মধুর বৃষ্টি ঝড়ে; ঝরঝর বৃষ্টি ঝড়ে; ব্যাকুল বর্ষনে মন কাড়ে
উড়ে যায় মেঘস্বরে; হৃদি-অনুভব সবি; মন কেবলই পেতে চায় তারে।
এমনই বৃষ্টির দিনে; মন বিষাদ্বে ভরে; তব প্রেম জাগে হিয়ায়
প্রিয় কেমন বৃষ্টি ঝরে; টিপটিপ বৃষ্টি ঝরে; গ্রহন লাগুক আজ দিয়ায়।

Add to favorites
2,547 views