বৃষ্টি -
Abdur Rahim
Published on: জুন 17, 2020
আকাশে চলছে মেঘের ঘনাঘটা,
বাইরে পরছে বৃষ্টি ফোটা ফোটা।।
বারান্দায় আমি রহিয়াছি নিশ্চুপ দাঁড়িয়ে,
মনটা আমার যেতে চাই মেঘেদের মাঝে হারিয়ে।।
হঠাৎ করে ইশাণ কোন থেকে ভেসে আসে মেঘেদের গর্জন,
এ যেন অবধারিত ঝড়ের পূর্বক্ষণ।।
মেঘের ছানারা আকাশে করে খেলা,
এক প্রান্ত হতে প্রান্ত তাদের পথচলা।।
হঠাৎ করেই প্রবাহিত হয় দমকা হাওয়া,
হাওয়ার তালে তালে ফসলের দোল খাওয়া।।
থেমে থেমে পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকায়,
হৃদয় মাঝে আতংক ছড়ায়।।
এভাবেই কেটে যায় সন্ধ্যা বেলা,
এ যেন স্রস্টার অপরুপ লীলাখেলা।।

Add to favorites
1,083 views