বেকার-২ -
maju ebrahim
Published on: ডিসেম্বর 17, 2019
বেকার নামক যাতনার অনলে
পুড়ছি কয়েক কাল,
চোখের জলে ভেসে চলেছি-
চোখ হয়েছে লাল।
পথিকের মতো মাঝপথে-
পাশ কেটেছে গাড়ী,
গড়তে গেলে ভেঙ্গেছে বারবার
দুরে গিয়েছে নারী।
ভাঙ্গা কাঁচের মতো ক্ষতো নিয়ে!
ঘুরে ফিরেছি কতকাল,
প্রতিবারে পেয়েছি নিঃশেষ শুন্যতা-
ছাড়িনি তবু হাল।
বেকার জীবনের নিভন্ত চুলোয়!
দেয় না কেহ আগুন,
বিনিময়ে দেয় কাঁটার খোঁচা-
উপহাস আরো দ্বিগুন।
হয় তো একদিন আসবে সেদিন
মুছবে রে অশ্রুজল,
স্বপ্নগুলো উড়বে পাখির মতো-
আধাঁর শেষে উজ্বল।

Add to favorites
1,995 views