বেদনার সুর -
কামরুজ্জামান সোহেল
Published on: জুন 12, 2017
ওখানে এক অচেনা ভিড়ে ঠেকেছে হৃদয়
আর ফেরার পথ খুঁজে নাই বা পাই,
আঁখিজল মিলেমিশে হলো একাকার
বসন্তের মাঝে আর সেই প্রাণ নাই।
জ্যোৎস্নাও নেমে আসে আগের মতো
কোকিলের কন্ঠে আজও চিরচেনা সুর,
তবু যেন হা হুতাশ চলে হরদম
তাহা হতে প্রাণ যেন যোজন যোজন দূর।
হাওয়াও একাকারে মিশে নদীর বাঁকে
কদম পুষ্প বার্তা বয়ে আনে বর্ষার হাসি,
হৃদপিঞ্জরে প্রতিটি ক্ষণে শূন্যতার জয়গান
মুখ ফুটে কভু হয়নি বলা, “তোরে, ভীষণ ভালবাসি!”

Add to favorites
814 views