বেলা শেষে শুন্য -
Nasir Uddin Ahmed
Published on: ডিসেম্বর 28, 2020
হাটতে হাটতে স্ট্রিট ছেড়ে ক্যাম্পাস চত্বরে চলি আমরা
কিছু চেয়ার টেবিল আর আধো লম্বা বেঞ্চ অগোছালো
“এই এদিকে আয়” হাত ধরে ঝটকা টানলে তুমি আমায়
বসে যাই বোকার মতো তার পাশে নিরব,
ঝাল মুড়ির দুটি ঠোঙ্গা
পরে থাকে খালি
কি যে তার দুর্বলতা ফোস্কায়
একটা প্লেট সামনে রেখে অপলক চেয়ে থাকি খাওয়া শেষ অব্দি;
সন্ধ্যা ঘনায়
সে চলে যায়
আমি চলে যাই
খোলা জানালায় দৃষ্টি আমার
মন পুরো বুঝে যায়
বেলা শেষে সবই শুন্য।
বিলাশবহুল সুপার সপের এস্কেলেটরের কিনার ধরে
আমি তুমি উঠি সাময়িক সঙ্গের নেশায়
কফি সপে,কফি, চাওমিন আরো কত কি
উদ্যেশ্যহীন ঘুরি-ফিরি দুজন গিটারের দোকানে
দুটো ঠোটেই মৃদু সুর গুনগুন করে যায় আনমনে
অনুভূতি উত্তেজক
পা পিছলে ব্যলেন্সহীন
তার হাতটা ধরেই ফেলি।
সুখ নিয়ে ফিরে যাই ঘরে
কিন্তু বুঝে যায় মন-
বেলা শেষে ঘর শুন্য,মন শুন্য।

Add to favorites
111 views