বেশ তো -
Nancy Dewan
Published on: মে 6, 2021
বেশ তো চলো বেশ দূরে
যেখানে নীলিমার নীল এক সাথে
মিশে যায়,
সবুজের ভিতরে যেন সাদা কাশ ফুল
জেগে উঠে মায়া এই পরমে
ধুধু বিস্তার ময়দান ।
আকাশের এক কোন কালো মেঘ,
মনে হয়েছে ঝড় আসবে,
বুক চিড়ে আকাশ জুড়ে নামবে ঝম বৃষ্টি
রিমঝিম শব্দ শুনা যাবে
মুখরিত চারিদিক,
বৃষ্টির তালে তালে মেতে উঠবে জনপদ
চলো মেঘের আড়ালে লুকাই
চলো নীলিমার নীল মাখি গায়ে,
এই যেন নতুন এক দিনের শুরু
শুরুটা হোক নতুন গানে
নতুন করে হোক পথ চলা
নেই তার শেষ ।

Add to favorites
503 views