বোকা মেয়ে -
somia
Published on: নভেম্বর 7, 2017
বৃথা অপেক্ষায় প্রহর গুনোনা
পৃথিবীর কোন প্রান্তের কেউ হাতে হাত রেখে,তোমার কপালে মায়া জড়ানো আলত আদর এঁকে দিবেনা;
যে রাতে ধর্ষিত হলে,
সে রাত হতে আর কেউ তোমায় পৃথিবীর পাপ-অনাচার থেকে আগলে রাখবেনা।
ভুলে যাও সেই বিশ্বস্ত হাত,
যে হাত তুমি কল্পনা করেছিলে;
যে রঙ্গিন স্মৃতিগুলো প্রজাপতীর ডানায় ভর করে হারিয়ে গেছে,
যে গুছানো স্বপ্নগুলো ছড়িয়ে-ছিটিয়ে মুখ থুবড়ে পরে আছে
ভেবেছিলে কেউ এসে সব জোড়া লাগাবে-মহৎ ও পবিত্র করবে তোমায়।
শোনো,বোকা মেয়ে-
কেউ আসবেনা;কেউ না।
তোমার দৃশ্যমান বুকে নখের আচড় সবার নজর কেড়ে নিবে
অথচ,ভিতরের আত্মচিৎকার কেউ শুনবেনা-এমনকি কেউ আর গভীর ভালবাসায় ছুঁয়ে পর্যন্ত দেখবেনা।
এমন কেউ যে কোনোদিন আসবেনা-কখনোই না।
কিসের এত স্বপ্ন দেখো তুমি?
ওরা কেবল আসে যত্নে গড়া স্বপ্ন ভাঙ্গতে
সুখগুলোকে মুহূর্তে কালো-রাত্রি করতে।
বোকা মেয়ে,তুমি বুঝলেনা!
স্বপ্ন শব্দের অর্থ কি-ও’রাতো জানেই না,
স্বপ্ন ভাঙ্গার কষ্ট কি ও’রা বুঝবেই না।
কোন চোখে বিশ্বাস হাতড়ে খোঁজো!
আর কেউ কোনোদিন ভালবেসে আসবেনা-করুণা করেও না।
ভালবাসা!ও’রাতো ভালবাসা কি তাই জানেনা।
এই বোকা মেয়ে-
কার পথ চেয়ে বসে আছো তুমি?
স্মরণ করো,পবিত্র নও তুমি-এখন তুমি ধর্ষিতা;
কোন আশায় স্বপ্ন বুনো!
কোন চোখে আলো দেখো!
ভুলে গেলে চলবে-এখন তুমি ধর্ষিতা।
তোমায় ভালবাসার কেউ নেই-নেই কোনো সৎ প্রেমিক।
যে দু’হাত ভর্তি ভালবাসা নিয়ে
তোমার পাশে দাঁড়িয়ে থাকবে-অনন্তকাল।

Add to favorites
807 views