বোনটি আমার -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 1, 2016
বোনটি আমায় শূন্য করে চলে গেল
যেতে যেতে চোখ দু’খানি ভরিয়ে দিল!
কত মানুষ আমার ঘরে এলো গেল
বোনটি আমার এক পৃথিবী জুড়ে রইল।
শূন্য ঘরে দেয়াল জুড়ে বিষাদ এলো
রান্নাঘরে বাসন গুলো সব পরে ছিল!
চায়ের কাপে টলটলে রং একলা ছিল
মনটা তখন হু হু করে কেঁদেছিল!
বোনটি আমার গল্প বলায় পটু ছিল
হেসে হেসে দুঃখ গুলো সব ভুলে ছিল!
যেতে যেতে পিছন ফিরে ডাকছিল
বোনটি আমার বড় বেশী লক্ষি ছিল!
খুনসুটি আর শপিং ব্যাগে সুখ ছিল
রাতগুলো সব রসালাপে দোলছিল!
চোখের পাতায় কিছু তাঁরা জ্বলছিল
বোনটি আমার বুক জুড়ে মিশে ছিল!
ঘরের কোণে মাকড়শাটি হেঁটে গেল
তার চলনে শূন্যতারা জাঁপটে ছিল!
এদিক-ওদিক শব্দগুলো আঁটকে ছিল
শীতল স্রোতে কান্না গুলো ধুয়ে গেল!
বোনটি আমার হ্নদয়ের খুব কাছে ছিল
শূন্য চেয়ার অবহেলায় পরে ছিল!
বুকের ভিতর দুঃখ গুলো এঁটে রইল
নিঃশ্বাসটুকু জীবন থেকে ছিটকে গেল!
বোনটি আমার বড় বেশী আদরের ছিল!