ব্যবধান -
শঙ্খ চিল
Published on: ডিসেম্বর 19, 2017
আমি চেয়েছিলাম – ভোরের প্রথম আলোয়
তোমার ঘুমন্ত নিষ্পাপ মুখপানে তাকিয়ে কাটিয়ে দিবো
বেশ ক্ষানিকক্ষণ;সব জড়তা মুখ থুবড়ে পড়বে তোমার চোখে-মুখে,
ঘুম ভাঙ্গিয়ে তোমার হাত দু’টো শক্ত করে ধরে
পদচিহ্ন আঁকবো বুনো ঘাসের শিশির বিন্দু ঘাসে;
ছুটে যাবো তেপান্তরের মাঠে, হেঁটে যাবো দূর-বহুদূর।
শরৎ ঘুমিয়ে থাকবে সবুজ মাঠে অনন্তকাল!
কিন্তু তুমি দিলে রৌদ্রজ্জ্বল সকাল
চারিপাশ জুড়ে তখন ভীষণ ব্যস্ততা,
এত ব্যস্ততা – দু’জনার অহেতুক দূরত্ব।
আমি এমন সকাল চাইনি তোমার কাছে!
চেয়েছিলাম – ক্লান্ত এক দুপুর
একটি বৃক্ষ;বৃক্ষের শীতল ছায়া -আমাদের নিরর্থক আশ্রয়,
একে-অপরের শুষে নেওয়া প্রচন্ড আবেগপ্রবণ মুহুর্ত;
উষ্ণ স্পর্শ!সুপ্ত অনুভূতির নিঃশ্বাসের উপর নিঃশ্বাস।
অথচ,তুমি দিলে বিষাদে ভরা এক আকাশ কালো মেঘ
অদেখা যন্ত্রণা;কান্না রক্ত আঁখিদ্বয় – নিশ্চুপ অশ্রু বর্ষণে কেটে যাওয়া একাকীত্ব।
অমন দুপুর আমি চাইনি তোমার কাছে!
খুব জোড় চেয়েছিলাম – পড়ন্ত এক বিকেল
নদীর স্বচ্ছ জল,তোমার-আমার পাশা-পাশি প্রতিচ্ছবি;
নীল আকাশ,কিছু ভবঘুড়ে নিরুদ্দেশ মেঘ দম্পতি,
বিকেলের রোদ আর সূর্য।
আবেগী মন আমার, তোমার দু’চোখে তাকিয়ো বলবে –
ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।
তাচ্ছিল্যতায় আমার আবেগপ্রবণতাকে
তুমি কাঁচের বোতলে বন্দি করে এক বিষণ্ণ বিকেল উপহার দিলে।
বিশ্বাস করো আমি এমন বিকেল চাইনি!
সুন্দর এক সুর্বণ সন্ধ্যা চেয়েছিলাম আমি
দুষ্টু-মিষ্টি আলাপন, ভালোবাসার গল্প,
মুখরিত এক জম-জমাট আড্ডা।
অবিরাম আমাদের সংলাপ,তুমি-আমি
আর সস্তা ক্যাফের ছোট্ট ঘরে নিয়ন আলোয় আমাদের ক্লান্তিহীন হাসি;
উষ্ণ ধোঁয়ায় উড়ে যাওয়া সময়,ভেসে থাকবে কফির তলানীতে ভালোবাসার গল্পের সমাপ্তি।
অনেকটা ইচ্ছে করেই সন্দেহের আগমনকে স্বাগত জানালে।
আমি এমন সন্ধ্যা চাইনি!
একটি রাত চেয়েছিলাম –
আমাকে গভীর ঘুম হতে ডেকে তুলবে তুমি
তারপর জোর করে ছাদে নিয়ে যাবে – জ্যোৎস্না দেখাতে,
যখন উত্তরের হাওয়া এসে পৃথিবীকে হিম-শীতল স্পর্শ বিলিয়ে যাবে
ঠিক সে মুহুর্তে ;একই চাদরে আমাকে জড়িয়ে ভালোবাসার গান শুনাবে তুমি।
হেসে কুটিকুটি হবো বারংবার, বলবো তোমায় – পাগল কোথাকার!
জ্যোৎস্না রাতের নাম করে আমায় দিলে অমাবস্যার বীভৎস ঘন অন্ধকার,
ভয় পেলাম আমি
তোমাকে হারানোর ভয়ে দুশ্চিন্তায় হয়ে পড়েছিলাম দিকবিদিক্।
আমি এমন রাত চাইনি!
অভিমানী আমি যেদিন শতব্যথা বুকে নিয়ে হারিয়ে যাবো বহুদূরে
সেদিন হয়ত আমার সমস্ত ছোট্ট চাওয়ার অর্থগুলো তুমি বুঝবে,
বড্ড দেরী হয়ে যাবে সেদিন!
আমি হারিয়ে যাবো পৃথিবীর আলো- বাতাস থেকে দূরে বহুদূরে
আর,কোনদিন ফিরে আসবোনা।

Add to favorites
985 views