‘বড়স্টেশন’। (চাঁদপুর) -
রুপক চৌধুরী
Published on: জুন 16, 2017
পদ্মা,মেঘনা,ডাকাতিয়া নদী,
মিতালীতে মত্ত এখানে,
শৈল্পিক স্রোতধারা দেয়
প্রশান্তির অঙ্গীকার,
পাথরের বুকে অবিরত আছড়ে পড়া ঢেউ,
বিমর্ষ বাতাসে তোলে মুগ্ধতার
ভায়োলিন সুর,
রাত্রি নিজেই এখানে নির্ঘুম নিশাচর,
জোনাকির মত জ্বলা লাল
নীল আলোর ঝর্ণায় ।
আলো কখনও এখানে হয়না আলেয়া,
অসংখ্য পালতোলা নৌকা
আর বিপুলা জলযান,
বুকের জমিনে সদা যে
রং করে ধারণ,
দিশা দেয়,আরো হয় মুগ্ধতার কারণ।
বিশাল শুশুকেরা উঁকি
দেয় মাথা তোলে,
শৈশব কৈশরে যে খেলা
খেলেছিল খেয়ালী মন,
জেলে জালে হাসা এখানকার,
রুপালী ইলিশের ঝাঁক,
বাঙ্গালীর ইতিহাসে
সীমাহীন
গর্বের খোরাক।
*
বড়স্টেশন, চাঁদপুর।
১১/০৬/১৭,রাত-দশটা পনের।

Add to favorites
391 views