ভাবানুবাদঃ অস্বীকৃতির শাস্তি( নিসা, আয়াত ৫৬) -
Jannatul Ferdousi
Published on: মার্চ 23, 2021
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি!
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِنَا سَوۡفَ نُصۡلِیۡہِمۡ نَارًا ؕ کُلَّمَا نَضِجَتۡ جُلُوۡدُہُمۡ بَدَّلۡنٰہُمۡ جُلُوۡدًا غَیۡرَہَا لِیَذُوۡقُوا الۡعَذَابَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۵۶﴾
নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাব আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পালটে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আস্বাদন করে আযাব। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।(সূরা নিসা:৫৬)
ভাবানুবাদঃ
#অস্বীকৃতির_শাস্তি
জান্নাতুল ফীরদাউসী
আল্লাহর আয়াত অস্বীকার করবে যারা,
অচিরেই জাহান্নামে প্রবেশ করবে তারা!
চামড়া পুড়ে হবে যখনি ভস্ম বা ছাই
তখনি শাস্তির জন্য চামড়াটা দিবে পাল্টাই!
যাতে বারবার শাস্তির স্বাদ নতুন করে নিতে পারো,
তাই কুরআন ও সুন্নাহ অবজ্ঞায় পাপ করো গাঢ়ো!
মহান আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়
পাপীদের বিচারে তিনিই যথেষ্ট নিশ্চয়!

Add to favorites
497 views