ভালবাসার স্মৃতি ভাসে -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 3, 2014
ভালবাসার স্মৃতি ভাসে আজ মনে ক্ষনে ক্ষনে, মনের আকাশ ভার হয় কালো মেঘে। স্বপ্নের পাখিটি উড়ে গেছে সেই কবেই। অবহেলিত ঝড়া পালকের মতই ফেলে গেছে কিছু বিবর্ন সুখ স্মৃতি।
কোন এক গভীর পিছুটানে, এক অজানা ব্যাথায়, দাঁড়িয়ে পরলাম সেই বহু বছরের চেনা গলির পুরাণো বাড়িটির সামনে।
এখানেই তো ছিল মিশু এক সময়। ফ্যাক্টরীতে যাওয়ার পথে ফোন করলেই গুটি গুটি পায়ে চুপিসারে এসে দাঁড়াতো রারান্দায়। দূর থেকে হাত নেড়ে যেত, আমি দেখতাম। কিছু হাসি বিনিময় শেষে আবার ফিরে আসতাম।
আজ সেই বারান্দায় কেবল শুন্যতা। অচেনা লাগছে সামনের পথ। জানি সে চলে গেছে দূর-বহুদুর। তবু বার বার অবুঝ চোখ কি যেন খুঁজে যায়! মনে হচ্ছে, এই বুঝি দরজার পর্দা সরিয়ে সে বারান্দায় এসে দাঁড়াবে।
হয়তো সে রোজকার মতই এখনো বারান্দায় এসে দাঁড়ায়। হয়তো আমার জন্য নয়, পাশে থাকা তার স্বামীর হাত ধরে!
বুকের ভিতরটা কেমন শুন্য লাগছে। গলার কাছটায় কি যেন দলা পাকিয়ে আসছে। চোখ জোড়া ফেটে পরছে। কষ্ট লুকিয়ে রাখা আরেক ভয়ংকর কষ্টের কাজ!
নাহ! আমাকে যেতে হবে।
হনহনিয়ে বাড়িটা ছেড়ে, গলির মোড়ে এসে পরলাম। আমি হেঁটেই যাচ্ছি। নাহ! আর পিছনে ফিরে দেখবোনা। থাকুক আমার কষ্টগুলো পিছনে পড়ে থাকুক আমার স্মৃতি বারান্দা জুড়ে। ফিরে দেখবোনা। হাড়িয়ে যাওয়া ভালবাসায় ফিরে তাকাতে নেই, কষ্ট বাড়ে।
আমি হেঁটেই যাচ্ছি, কষ্টগুলো পিছনে ফেলে।

Add to favorites
1,249 views