ভালোবাসার অসময় -
পেন্সিলে আকা পরী
Published on: মে 23, 2017
ভালোবাসাগুলো এমন হয় কেন?
উথাল-পাথাল জোয়ার,হাঁসফাঁস করতে থাকা বুকের পাঁজর সমূহ,নিদ্রাহীন আঁখির পল্লবে পেতে রাখা স্বপ্নগুচ্ছ;
অতঃপর দে ছুট…..ছুটতে ছুটতে ক্লান্ত ভালোবাসা নামক প্রজাপতির ডানাজোড়া!
ইচ্ছে নদীর জলের বাঁকে তখনও মাছরাঙ্গাদের ডুবন্ত ঠোঁট।
আজকাল সহমরণ হয় রোজ ভালোবাসার সাথে ঘৃণার,
পঞ্চপান্ডবের সমান ভাবে ভাগ করে নেয়া দ্রৌপদীর মতো করে আপাদমস্তক ভাগাভাগি হয় সকল অনুভূতির!
ভালোবাসাগুলো কেন এতোটা উদাসীন হয়?
কেন ভালোবাসাহীনতায় ভালোবাসারা ম্লান হয় রোজ ;
আমি অথবা আমরা আঁজলা ভরে তুলে নেই ভালোবাসাকে,কন্ঠে ধারণ করি সুর করে।
তারপর আনমনে বেখায়ালে রোপণ করি ধুতরার বীজ!
বড় যতনে তাতে জল ঢালি মনের ভুলে।
ভালোবাসাগুলো কেন এমন হয়?
নিষ্পাপ নির্বোধ ঘরকন্যার স্বপ্নগুলো ভালোবাসা হয়,
অতঃপর দূরত্ব নামক বিভৎস ছায়ার হাতছানিতে ধর্ষিত হয় বারংবার!
হাত তিনেক দুর থেকে দেখা প্রেমিকার বিশ্বাসঘাতকতা,
অথবা সন্ধ্যার আবছায়া অন্ধকারে কপালে তিলক এঁকে দেয়া সেই রাজপুত্তুরের বিশ্বাসহীনতারা সমান্তরালে চলতে থাকে।
ভালোবাসা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে উর্ধ্বশ্বাসে দৌড়ে চড়ে বসে ঘৃনার ঠিক পেছনের আসনেই,
অপেক্ষারা জাগ্রত হয় মহানুভবতায়,নিছক নিয়মিত কুশলবিনিময়ে ;
মহাকালের মৃত্যু হয় নতুন আচার-অনুষ্ঠানে।
ভালোবাসারা তারপর বুঁদ হয়ে থাকে পুঁড়ে যাওয়া অবশিষ্ট ধোঁয়ায়!
আজকাল ভালোবাসারা নগ্ন হয়ে পিঠে ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করে অনাগত সুশৃঙ্খল ভবিষ্যত,
হেসে হয় খুন ভালোবাসাহীনতা ভালোবাসার দুর্ভিক্ষে;
নতজানু হয়ে পান করে হেমলক আপন দৃঢ়তায় কয়েক’শ কোটিবার।

Add to favorites
804 views