ভালোবাসা -
সেরাফিন মন্ডল
Published on: আগস্ট 6, 2020
ভালোবাসা বুকে বসলেই
মাথার উপর বয়ে যায় এক কোটি সমুদ্র ঝড়,
রাত বিরেতে বসি জানালায়
গুনে ফেলি যতগুলো আঁধার দেখা যায়,
ছেঁচে ফেলি এক সমুদ্র নোনা জল
ঝিনুকের খোলে,
কাক ডাকা ভোর বুজিয়ে দিয়ে
বিছিয়ে নেই এক গনগনে দুপুর।

Add to favorites
703 views