ভালো,ভালো💝বাসা -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 14, 2021
ভালো,ভালো💝বাসা
জান্নাতুল ফীরদাউসী
হে নারী কোন পুরুষ ভালোবাসি বললেই আবেগে আপ্লুত হয়ে যেও না বরং সতর্ক হও সে তোমার মন না তনুর জন্য ল্যাক ল্যাক করে?
কিভাবে বুঝবে ?
খুব সহজ যে তোমাকে সত্যিকার ভালোবাসে ও সম্মান করে সে তোমাকে বিয়ের আগে স্পর্শ করা তো দূরার কথা মনের ভুলেও স্পর্শ করার কথা উচ্চারণও করবে না ।
একটি কথা মনে রাখবে দুর্জন বিদ্বাণ হলেও পরিত্যাজ্য!
দেখতে আমলি আলিম কিন্তু নিরালায় যদি নারী তোমায় ভোগের জন্য অস্থির হয়ে ওঠে তবে বুঝে নিও সে নেক সূরতের শয়তান যে তোমাকে ধোকা দিচ্ছে ,এটা ভালোবাসা নয় কিংবা ভালোবাসা হতেও পারে না। কারন সে শুধু তার কামনার যন্ত্রণা থেকে মুক্তি পেতে তোমার তনু চায় আর কিছু নয়।
মনে রেখো পাওয়া শেষ হলেই তার অবজ্ঞা স্পষ্ট হবে দিনের আলোর মতো ,নারী তুমি তখন খুব আক্ষেপ করবে কিন্তু তাতে স্বার্থভোগীর কিছু যাবে আসবে না । তাই সাবধান!
মন দিয়ে যদি স্বামী স্ত্রী কে ,স্ত্রী স্বামীকে ভালোবাসতে না পারো তবে বিয়ে করো না একা থেকো , কারন শুধু জৈবিক ক্ষুধা মেটার জন্য জীবন নয় , জৈবিক ক্ষুধা মাত্র যৌবনের কদিন তারপরে থাকবে না কিন্তু মানসিক চেতনায় ভালোবাসা আজীবন দরকার তা যদি না পাও তবে একাই থাকো দেখতে দেখতে যৌবনের সময়টুকু চলে যাবে ইংশাআল্লাহ ।
ভালোবাসা বলে কিছু নেই
যা আছে সবই সময়ের বৈধ ও অবৈধ কিছু দাবী মাত্র। যা কখনো সঠিকভাবে আদায় বা কখনো অবজ্ঞার অতলে হারিয়ে যায় চিরতরে।

Add to favorites
624 views