ভালো থেকো -
Sahidul_77
Published on: মার্চ 31, 2017
ভালো থেকো
©…….সহিদুল
কোথায় আছো কেমন আছো, হে অগ্নিবীণা,
সুখেই আছো, ভালো থেকো, আমি নিদ্রাহীনা।
রিমঝিমিয়ে বৃষ্টি যখন আসে,
কষ্টেরা সব মনের মধ্যে ভাসে।
তুইযে আমার হৃদ আকাশের নিলীন মোহনা,
সুখেই আছো, ভালো থেকো, আমি নিদ্রাহীনা।
আমি জানি গো জানি, তুমি স্বর্গসুখের রাণী,
তোর হাসিতে মুক্তা ঝরে, আমার চোখে পানি।
আমার চোখের কষ্টের জল বৃষ্টি নেবে কিনা,
সুখেই আছো, ভালো থেকো, আমি নিদ্রাহীনা।
তুইযে আমার হৃদ গগনে, রাতের তারা,
তুইযে আমার মুক্ত পাখি বাঁধনছাড়া।
আজো তোকে স্বপ্নে দেখি, তুই দেখিস কি না?
সুখেই আছো, ভালো থেকো, আমি নিদ্রাহীনা।
নিহারনে এইতো আমার যাচ্ছে বেলা,
আপন মনে চলছে আমার একলা খেলা,
মন বলেছে তোমায় নাকি আর পাবোনা!
সুখেই আছো, ভালো থেকো, আমি নিদ্রাহীনা।
যেদিন আমি খুঁজে পাব আপন ঠিকানা,
সেদিন তুমি ডাকলেও আমায় পাবে না,
ফিরি যদি নাহি ঘরে, কেঁদনা আর স্মৃতি ধরে।
স্বর্গপানে পাঠিয়ে দিও স্মৃতির পত্রখানা,
সুখেই আছো, ভালো থেকো, আমি নিদ্রাহীনা।
সহিদুল
সিঙ্গাপুর
Sahidulsg@gmail.com

Add to favorites
625 views