ভিন্ন মেয়ে -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 3, 2013
আমি মেঘের ওপারে গড়বো বসত
কাটিয়ে শহস্র বিনিদ্র রজত
আমি মুখ ফিরাবো ওপাড় যেয়ে
আমি অভিমানী,আমি ভিন্ন মেয়ে।
আমি উচ্ছল, আমি তরলে গতিক
কঠোরতার আমি দন্ডায়মান প্রতিক
আমি উগ্র- খ্যাপাটে স্রোতের ঢেউ
আমি আমার ভিতরের ভিন্ন কেউ।
আমি স্বাধীন , বন্ধন হতে মুক্ত
কোমতায় কখনো বৃষ্টি ছুঁয়ে হই সিক্ত
স্বৈরী আমি, বেপরোয়া আমি তেজী
অনুরাগী আমি ভাল-মন্দ সব বুঝি।
আমি আকাশসীমায় উড়তে জানি
প্রয়োজনে ব্যাথায় দাঁড়ি কমা টানি
পুকুর জলে পদ্মপাতায় ভাসতে জানি
আলো জ্বেলে কে দিয়ে যায় হাতছানি।
আমি মেঘের ওপাড়ে গড়বো বসত
কাটিয়ে শহস্র বিনিদ্র রজত
আমি চলে যাবো দূর সীমানায়
পৃথিবী হতে মাইল ক্রোশ শতক।
অনুরাগের পাহাড় আসে ধেয়ে
ধূলো জড়িয়ে দেখ আমার গায়ে
মেঘ গিলে খাই আমি বৃষ্টি ছুঁয়ে
আমি ভিন্ন, আমি অভিমানী মেয়ে।
আমি চঞ্চল হরিনী, চলি নিজ মনে
করিনা ভয় কারো কোন অশুভ ক্ষনে
আমি রাতের আঁধার, কষ্টের নীলা
সুপ্ত বেদনায় গাঁথা রুদ্রাক্ষের মালা।
আমি অভিমানী, করিনা সমর্পণ
নিজের ভিতর আমি নিজেই দর্পন
সংস্কার-রীতির করিনা ভয়
আমি ভিন্ন উন্নত শির-চির অক্ষয়।
আমি ভোরের শিশির তপ্ত রোদ
ফাগুনী হাওয়া আমি একলা বোধ
আমি পড়ন্ত বেলা, কারো হেলা
অভিমান বুকে ডুবে যাওয়া বেলা।
আমি যাবো চলে মেঘের ওপাড়
অনাহুত যা কিছু ফেলে এপার
এখানে আমার চোখের ভিতরে
সকাল-সন্ধ্যা কেবল কষ্ট নড়ে।
আমি মেঘের ওপাড়ে গড়বো বসত,
কাটিয়ে শহস্র বিনিদ্র রজত
আমি মুখ ফিরাবো ওপাড় যেয়ে
আমি অভিমানী,আমি ভিন্ন মেয়ে।

Add to favorites
2,603 views