ভীষন ভয় লিখা: মিনা -
Kolpona mina
Published on: জুলাই 6, 2021
আজকাল অন্য রকম ভয় হয়
ভয় নিয়ে লিখতেও ভয় হয়
ছোট বেলায় ভূত আসবে বলে মায়ের বুকে থাকতাম চুপটি করে শুয়ে
কিশোরীতে পা দিলাম যখন তখন নিজের মধ্যে চলছিলো সংশয় একি আমি হারিয়ে ফেলছিনাতো আমার শৈশবকালের মিষ্টি সময়।
আমার ভয় হয় সমাজের এই গন্ডিবদ্ধ নিয়মের ভয় বিয়ের পিঁড়িতে লাল বেনারসি পরে বসার ভয় অন্ধকারে একলা হাঁটার ভয়
বেঁচে থাকার ভয়
আজকাল ভালোবাসা শব্দের সাথে আমার ভয়ের সম্পর্ক
সত্যি ভয় হয় ভীষণ ভয় ।
রাস্তায় বেরুলে ঠিকমতো ফিরতে পারব তো নীড়ে নাকি হায়েনারা খুবলে খাবে রাস্তায় ফেলে না জানি আমি এবং আমরা হয়ে যাই কারো ক্ষনিকের উল্লাস
ভয় হয় ভীষণ ভয় ।
এইভাবে রোজ ভয় আসে
দিনে রাতে শুধু ভয় আর ভয়
আমার হৃদয়খানি দুমড়ে মুচড়ে ভেঙ্গে দিয়ে যায় নিঃশাস নেয়ার যাতনায় সেই ভয়ের সাথে যুদ্ধ করে আমার মস্তিষ্ক
প্রতিদিন কি আমি পরাজিত হই ভয়ের কাছে না কখনোই না আমি জিতে যাই আমার ভয়েরাও হাসে অভয় দিয়ে যায় বলে তুমিই পারবে একমাত্র তুমি পারবে ভয়কে জয় করতে ।

Add to favorites
788 views