ভুলের ইন্দ্রজালে -
Nasir Uddin Ahmed
Published on: ডিসেম্বর 11, 2020
ভুলের ইন্দ্রজালে
ভুল করি আমি বারবার
এমনি ভুল হয়ে যায় ;
আমি বলতে চাই না কিছুই
তবু বলা হয়ে যায়।
ভুল করে ফেলি ইচ্ছায় কিম্বা অজান্তে
ভাবি যাব না কিন্তু চলে যাই গুটি গুটি পায়।
মাথার ভিতর থেকে বাধা দেয় এক বোধ-
অথচ তখনো ভুল করি;
ঠিক তখনি ভুল করি,যখন-
উজ্জ্বল শ্যামলা দেহে প্রকৃতি অধিকতর উদ্ভাসিত।
মাকালতা থেকে যখন ধেয়ে যাই আনমনে
অচেনা অকৃতজ্ঞ শ্যামলীমায়,তখনই উথলে ওঠে
আবেগের লাভা কিম্বা বহ্নি ফোঁসা আত্মগৌরব
অথবা অপ্রতিরোধ্য স্নায়ুর অসি।
ঠিক আবার ভুল করি অনিচ্ছা স্বত্বেও ;
সহস্র চোখের সামনে ভুল করি লেশহীন
গাঢ় আলো আঁধারীতে রুপ ঝরা মরিচিকা জ্বলে
বাতাসে উড়ন্ত মরিচিকা নাগালহীন।
ভুলে যাই বিবেক কাজ করে না,আবেগ যেন মুখ্য
সাম্ভাব্যতার সম্ভাবনা অধিক ক্ষেত্রেই অপ্রতুল।
একটা সমাধানের দুটি দিক বিভক্ত
কোন দিকে চলব!সঠিক না বেঠিক?
ভাবি সোজা-ই যাই কিন্তু
ফের ভুল করে ফেলি,
সেটা কি পরিস্থিতি ঘুর্নায়মান কুন্ডলি?
বা আবেগ ভরা সখ্যতায়।
সৌন্দর্যের আদৌ মৃত্যু নেই আমৃত্য,চিরভাস্মর
সুন্দরের আকর্ষনই প্রতিবন্ধকতা
সেই মায়াজালে জড়িয়েই –
অপ্রকৃতিস্থের মতো ভুল করি।
অপ্রকৃতিস্থের ভুল সীমিত কিন্তু সুস্থের বিস্তৃত;
আলোর দিকে ছুটি বিরামহীন চিন্তা বলি দিয়ে
অন্ধকারের দুয়ার আমার চীর উন্মুক্ত
ভুলে যাই আধারই ছায়ার মতো দীর্ঘমেয়াদি,
গ্রহণযোগ্যতা অধিক সময়ে প্রতিকূলে প্রবাহিত।
ধৈর্য আর বোঁধের সুতা ছিঁড়েই ভুলের জন্ম নেয়
ফুটন্ত উত্তেজনা আর সময়ের সংক্ষিপ্ততাই
গ্রহনযোগ্যতাকে ময়লা পানির মতো ঘোলাটে করে ;
ভুল করে সাবধানতার স্বর্নশিখরে পৌঁছাই সর্বদা
পেছনে তাকাতে গিয়ে সামনের পাথরে হোঁচট খাই।
সত্যের অঙ্গিকারে আপন ভঙ্গুরতা প্রকাশ করে
মাঝে মধ্যেই ভুল করে ফেলি
তাই বন্ধনের বৃন্ত হতে ঝরে পরতে হয়।

Add to favorites
116 views