ভুল বসন্ত -
রুপক চৌধুরী
Published on: মার্চ 27, 2020
নারীকে ভালোবেসে নদী হয়ছে প্রত্যাশার মাঠঘাট,
জীবানু অস্ত্রের বিভীষিকা দেখে সরিষার বাড়ি,
যেখানে হলুদের রাজত্ব থাকার কথা ছিল!
অথচ সেখানেই খেলা করে কত আশংকার পলেস্তা,
প্রিয়তমা,তোমার কোষের কাঠামো অজানা বলে,
আমার আতংক থেকে যায় অনাগত সন্মুখে,
বরফগলা বেলাকেই ভাবা সম্ভাবনার দুয়ার,
আবার উষ্ণতার বেড়াজালে প্লাবিত দেখে নিন্মভূমি,
যেখানে খেলার মাঠ ছিল আমলকি স্বাদের,
তুমিও নারী-নদীও নারী-তথাপি আজ,
আমাদের ভুল ভেঙে যায় ভুলের বসন্তে হেঁটে,
ভালোবাসা মানেই নয় পবিত্রতার হালচাষ,
ভালোবাসা নয় সদা তীর্থের পরাকাষ্ঠা জমিন,
হেমলক আর মাধবীলতা জেনো সুনীল,
পরস্পর কোনদিন কয় না কথা !

Add to favorites
1,344 views