মনের কবিতা -
maju ebrahim
Published on: নভেম্বর 3, 2018
মনের মাঝে দিবা – নিশি
জাগে কতো আশা,
মন কুড়ানো আবেগ মাখা
মনের ভালোবাসা।
মন দিয়ে মনের মাঝে
কান্না -হাসি- আড়ি,
মন বোঝেনা মনের মাঝে
কোথায় তার বাড়ি।
মন ছোটে মনের খোঁজে
অন্য মনের টানে,
মন তাহার মনের খবর
নিজে না জানে।
মন ডাকে অন্য মনকে
আয়রে মনে আয়,
মনকে নিয়ে ভাবনায় আছি
মনের কবিতায়।

Add to favorites
656 views