মনে পরে -
এইচ বি রিতা
Published on: মে 3, 2014
পিছনে তাকালেই মনে পড়ে
উদ্যম টগবগে ভরা কৈশর স্বপ্ন রাশি রাশি
ঝিঙে সরু কোমরে বিছাসমেত এক কিশোরী।
এক্কা দুক্কা খেলায় শরীরের ভাঁজে ভাঁজে ঢেউ
বনলতার মাধুর্য্য মাখা অবয়ব
উপচে পরা বাঁধ ভাঙা যৌবন
হেলায় হেলায় বেলা বয়ে যাওয়া
যামিনীর কোলে নেশাতুর আবেগ সমর্পন।
মনে পড়ে,
অষ্টপ্রহরে জেগে উঠা স্বপ্ন
কাজল কালো ছলছলে আঁখিতে বিষাদের অশ্রুদানা
ভরা পূর্নিমায় উদ্যম নৃত্যে,
জোছনার আলোয় সিক্ত হওয়ার বাসনা।
পিছনে তাকালেই ভাসে চোখে,
কালবৈশাখী ঝড়ো হাওয়ায় উড়ন্ত চুল
বুনো ষঁড়ের মত তেরে আসা তালু ফাটা জিদ
আল্পনা পায়ে মলের ছন্দে হাঁটা
আকাশ তলে নিজের করে পাওয়া স্বচ্ছ মেঘ
নাটাইবিহীন ঘুরি উড়ার মত,
বনে বাদারে আকাশ পানে স্বপ্ন ছোড়া।
মনে পড়ে
বৃষ্টির রিমঝিম শব্দে
মাতাল করা আবেশে কারো গা জড়িয়ে থাকা
বালুচরে চকচকে সোনালী রোদ্দুরে
এক ফালি জোছনার ভাগ মুঠো ভরা
জ্বোনাকীর আলোয় কপালে টিপ
তমিস্রায় যেন সদ্য ফুটা গোলাপ!
কেন মনে পড়ে এতসব!
একটা ভোরের ভেঁজাচুল,
ক্লান্ত দুপুরে বুকের ভাঁজে ঘাম
বিকেলের খানিক আলো
সন্ধ্যায় কারো মুখে শুনা নাম
পিছনে তাকালেই কেন মনে পড়ে
সবুজে সবুজে ছেয়ে যাওয়া শষ্যক্ষেত
কুঁমড়ো মাঁচায় ঝুলে থাকা গৃহিনীর সুখ
অশ্বথের তলে বিশ্রামরত কৃষক
লজ্বজ্জাবতীর ঘুমটা টেনে রক্তিম মুখ
কেন মনে পড়ে এতসব!
পিছনে তাকালেই মনে পড়ে
যুবকের লোমশ উন্মুক্ত বুক
বিন্দু বিন্দু ঘামে দেহের মাধুর্য্যতা
প্রথম স্পর্শে কেঁপে উঠা
চকিতেই লজ্বজায় দৌড়ে পালানো!
মনে পড়ে
পিছনে তাকালেই মনে পড়ে।

Add to favorites
1,126 views