মনে রাখিনি -
এইচ বি রিতা
Published on: মে 3, 2013
তোমায় আমি একদম মনে রাখিনি
বহুদিন আগে অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়েছি।
স্মরণে দুঃখ আজ আর বিস্মরণ জাগায় না
ওই যে গাছের ছায়ায় দু’জনে
হাতে হাত রেখে বসে থেকেছি কত দিন
ওসব এখন আর মনে পড়েনা।
আমি অসুস্থ হয়ে গেলে তুমি কেমন উম্মাদ হয়ে যেতে,
না খেয়ে ঘুমালাম কিনা
চোখের কোণে রাত জেগে কালি জমেছে কিনা
ছোট্ট বাচ্চাটির মত খেয়াল রাখতে একসময়!
ওসব কিছুই আজ মনে পরে না!
যেদিন প্রথম আমার ক্যান্সার ধরা পরে
সে কি কান্না তোমার!
দু’হাতে আমায় বুকে চেপে
সে কি অঝোর ধারায় কেঁদেছিলে!
তোমার চিৎকারে আমার আরো কিছুদিন বেঁচে থাকার ইচ্ছে হয়েছিল।
আমার পৃথিবী যেন তলিয়ে যাচ্ছিলো মুহূর্তেই
সে সব কিছুই আজ আর মনে পড়েনা।
আজ বেঁচে আছি একরকম না থাকার মতই।
জানিনা তুমি কোথায় আছো
জানতেও চাই না
এখন আর তোমাকে মনে পড়েনা।

Add to favorites
1,665 views