মন -
এইচ বি রিতা
Published on: আগস্ট 27, 2014
মন রে তুই সৎ পথে চল
সত্য কথা বল,
মিছে ভবের হাটে কেন
তোর চলাচল।
পাপে পাপে জগত গেল
পাপিষ্ট আমিও
মন বলে মুখোশ খুলো
আড়াঁলে তুমিও।
মন রে তুই সৎ পথে চল
মনের শুদ্ধি কর
ছাইরা মায়া ছাইরা সংসার
আপনারে ধর।
পোড়া মাটির নশ্বর দেহ
যাবে রে ছাড়িয়া
সংগে কি যাবে রে মন
দেখ না তুই ভাবিয়া।
মন রে তুই সৎ পথে চল
অসৎ সংগ ছাড়িয়া,
দমে দমে কে উঁকি দেয়
দম দেয় আটঁকিয়া।
মন রে তুই সৎ পথে চল
সত্য কথা বল।

Add to favorites
1,784 views