মরণকাল -
Ajmery
Published on: জুলাই 16, 2017
অতঃপর কি সময় হলো?
মস্তিষ্কচালনা শক্তি বন্ধ হয়ে আসছে,
ধীরে, খুব ধীরে, একেবারে সন্নিকটে।
কালো বিবর্ণমুখ ভেসে উঠল,
দন্তপাটি বের করা, উফ! কি বীভৎস
আত্মার ছুটোছুটি, কোথায় কি লুকোনোর জায়গা নেই।
কি ক্রন্দন! কি চিৎকার কেউ দেখেনা।
চারপাশে সুরেলা পবিত্রবাণীর আওয়াজ,
তবুও ছটফটানি থামেনা।
মুখে তুলে দেয়া হয় শেষ জল,
চারদিকে আতরের পরিমল
শুধু অপেক্ষা।
হৃদপিন্ড কেঁপে ওঠেছে বারবার দম নেয়ার চেষ্টা,
আহা কি কষ্টদায়ক! বড় পাপী আত্মা
অবশেষে শেষ অশ্রুকণা বিসর্জিত করে।
চারদিক কি নিশ্চুপ থমথমে,
শুন্য খাঁচা পাখি ছাড়া পড়ে আছে।
কিছুক্ষণ আহাজারি অতঃপর সকল মোহ, ভালোবাসা
মৃত্তিকা গর্ভে বিলীন।

Add to favorites
661 views