মশা -
Ajmery
Published on: মে 24, 2017
পোঁ পোঁ আর করিস না
ধ্যাততিরিকি ছাই! দূর হতো
কামড়া, তবুও আর আসিস না।
শুনে কথা, মশার সে কি হাসি!
দেখেইতো অবাক আমি!
চুপ থাক! নয়তো পরাবো ফাঁসি।
তোর যন্ত্রণায় ঘরে থাকা দায়
কি দিনে, কি রাতে উফফ!
কামড় খেয়ে জান আমার যায়।
মশা বলে,
ও লো সই শোন
দোষ কি শুধু আমার?
তুমি প্রধান দায়ী
সে কথাটি একবার মানো।
আমায় জন্মাতে সাহায্য কর তুমি
নিজেরা অন্যায়ে সাহায্য করে
আমায় অন্যায়কারী বল কোন মুখে শুনি?
রক্তচোষা, অন্যায়কারী আমি একা নই,
তুমিও দায়ী আমায় সাহায্য করে
এতো বড় পদ পাই কি করে বলো সই?
এক ফোটা পানে সন্তুষ্ট আমরা,
নিত্য রক্তের ঝর্ণা বয়ে গেলোও
থাকো তৃষিত, তুষ্ট নও তোমরা।
আমার আয়ুষ্কাল একদিন কি সাতদিন,
তোমার অলসতা,আর সহজলভ্যতায়
আমি জন্মাতে থাকি প্রতিদিন।
অতি ক্ষুদ্র আমি কয়েলের ধোঁয়াই শেষ,
বড় মশাদের জন্মদাত্রী তুমি
তার হাত থেকে বাঁচাবে কি করে দেশ?
তোমায় নিয়ে বড় লজ্জা হয়!
তোমরা মনুষ্য জাতি, মনুষ্যরে করে ভয়
তাইতো দুয়ারে কুকুর পালো
তুবুও তোমাদের মনে থাকে সংশয়।
ধিক তোমায় সহস্র বার জানাই ধিক!
আমায় মারতে স্প্রে করো
এত অন্যায় দেখেও চুপ করে থাকো ঠিক

Add to favorites
1,172 views