মহাকাল -
আসাদুজ্জামান শাওন
Published on: সেপ্টেম্বর 28, 2015
মহাকাল
আসাদুজ্জামান শাওন
____________________
আমি গদ্য কিংবা পদ্যের-
রংচটা স্মৃতির ডায়েরী থেকে না,মহাকাল।
আমি;
কাব্যের অযাচিত দীর্ঘশ্বাস থেকে প্রশ্ন করছি তোমায়,মহাকাল।
কেন বিয়োগের খেলায় জড়ালে আমায়?
কেন সরিয়ে দিলে,তোমার স্মৃতি থেকে?
কেন করলে প্রতারণা?
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।
আমি গদ্য কিংবা পদ্যের-
রংচটা স্মৃতির ডায়েরী থেকে না,মহাকাল।
আমি;
কাব্যের অযাচিত দীর্ঘশ্বাস থেকে প্রশ্ন করছি তোমায়,মহাকাল।
কেন শুনিয়েছিলে কাক ডাকা ভোরে তোমার ঐ মৃদু কন্ঠে গান?
কেন দেখালে নতুন ভোরের সূর্য?
কেন বললে শিশির ভেজা পথে নগ্ন পায়ে হাঁটবে?
আমারই হাত ধরে-
পাড়ি দিবে হাজারটা মাইল।
কেন শিখালে রোদের মিষ্টি ভালোবাসা?
আর রোদ-ক্যানভাস আঁকা?
আর আমার চোখের দিকে তাকিয়ে,
কেন বলতে ভালোবাসি?
এখনও কান পেতে রই
এই বুঝি বললে ভালোবাসি।
কোথায় হারালে মহাকাল?
তাহলে,সবই কি মিথ্যে ছিলো।
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।
আমি গদ্য কিংবা পদ্যের-
রংচটা স্মৃতির ডায়েরী থেকে না,মহাকাল।
আমি;
কাব্যের অযাচিত দীর্ঘশ্বাস থেকে প্রশ্ন করছি তোমায়,মহাকাল।
কেন দেখিয়েছিলে দুপুরের রোদের সিক্ত ভালোবাসা?
কেন শুনিয়েছিলে লাল-নীল ভালোবাসার গল্প?
আর আমার চোখের দিকে তাকিয়ে,
কেন বলতে ভালোবাসি?
এখনও কান পেতে রই
এই বুঝি বললে ভালোবাসি।
কোথায় হারালে মহাকাল?
তাহলে,সবই কি মিথ্যে ছিলো।
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।
আমি গদ্য কিংবা পদ্যের-
রংচটা স্মৃতির ডায়েরী থেকে না,মহাকাল।
আমি;
কাব্যের অযাচিত দীর্ঘশ্বাস থেকে প্রশ্ন করছি তোমায়,মহাকাল।
বিকেল বেলায়-
ছাদে দাঁড়িয়ে আমার কাঁধে মাথা রেখে,
তুমি মেঘের খেলা দেখতে,
আর মেঘেদের মিলন দেখে
লজ্জায় মুখ লুকাতে আমারই বুকে।
আর মৃদু হেসে বায়না ধরতে
এক মুঠো মেঘ এনে দাও না!
আর আমি হয়ত মৃদু হেসে তোমায় এনে দিতাম,
এক মুঠো সাদা মেঘ।
তুমি তখন বলতে-
বড্ড ভালোবাসি তোমায়।
কেন বলেছিলে মহাকাল?
ছাদে দাঁড়িয়ে মেঘের খেলা দেখবে,
দেখবে মেঘেদের মিলন।
কেন বলতে মহাকাল?
এক মুঠো মেঘ এনে দেওয়ার গল্প।
আর আমার চোখের দিকে তাকিয়ে,
কেন বলতে ভালোবাসি?
এখনও কান পেতে রই
এই বুঝি বললে ভালোবাসি।
কোথায় হারালে মহাকাল?
তাহলে,সবই কি মিথ্যে ছিলো।
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।
আমি গদ্য কিংবা পদ্যের-
রংচটা স্মৃতির ডায়েরী থেকে না,মহাকাল।
আমি;
কাব্যের অযাচিত দীর্ঘশ্বাস থেকে প্রশ্ন করছি তোমায়,মহাকাল।
পড়ন্ত বিকেলে-
নদীর পাড়ে বসে আমার চোখের দিকে তাকিয়ে,
কেন দেখিয়েছিলে হাজারটা বিকেলের স্বপ্ন?
কেন দেখিয়েছিলে গোধূলি বেলার স্বপ্ন?
আর আমার চোখের দিকে তাকিয়ে,
কেন বলতে ভালোবাসি?
এখনও কান পেতে রই
এই বুঝি বললে ভালোবাসি।
কোথায় হারালে মহাকাল?
তাহলে,সবই কি মিথ্যে ছিলো।
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।
আমি গদ্য কিংবা পদ্যের-
রংচটা স্মৃতির ডায়েরী থেকে না,মহাকাল।
আমি;
কাব্যের অযাচিত দীর্ঘশ্বাস থেকে প্রশ্ন করছি তোমায়,মহাকাল।
কেন দেখালে সন্ধ্যের নীরবতা?
কেন দেখালে দূর আকাশের ঐ সন্ধ্যের ধ্রুবতারা?
কেন শিখিয়েছিলে বৃষ্টিতে ভেজা?
আর মেঘলা আকাশের স্কেচ্ আঁকা।
আর আমার চোখের দিকে তাকিয়ে,
কেন বলতে ভালোবাসি?
এখনও কান পেতে রই
এই বুঝি বললে ভালোবাসি।
কোথায় হারালে মহাকাল?
তাহলে,সবই কি মিথ্যে ছিলো।
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।
আমি গদ্য কিংবা পদ্যের-
রংচটা স্মৃতির ডায়েরী থেকে না,মহাকাল।
আমি;
কাব্যের অযাচিত দীর্ঘশ্বাস থেকে প্রশ্ন করছি তোমায়,মহাকাল।
কেন দেখিয়েছিলে চাঁদের আলো?
আর মৃদু হেসে,
কেন বলতে চাঁদের আলোয় স্নান করবো?
কেন দেখিয়েছিলে তারাদের মেলা?
কেন শুনিয়েছিলে অগণিত তারাদের গল্প?
কেন শিখিয়েছিলে ঠোঁটে-ঠোঁট রেখে মানচিত্র আঁকা?
আর আমার চোখের দিকে তাকিয়ে,
কেন বলতে ভলোবাসি?
এখনও কান পেতে রই
এই বুঝি বললে ভলোবাসি।
কোথায় হারালে মহাকাল?
তাহলে,সবই কি মিথ্যে ছিলো।
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।
কয়েক’টি প্রশ্ন ছিল মহাকাল।
তারপর না হয় হারিয়ে যেও-
নিয়ন আলোর মতন।
আমারই স্মৃতির কাব্য থেকে।
মহাকাল,উত্তর দিয়েই না হয় চলে যেও।
উত্তর দিয়েই না হয় মিলিয়ে যেও আঁধারে।
আমি আজও,
এখনও কান পেতে রই
এই বুঝি বললে ভালোবাসি।
কোথায় হারালে মহাকাল?
তাহলে,সবই কি মিথ্যে ছিলো।
খুব জানতে ইচ্ছে করে,মহাকাল!
খুব জানতে ইচ্ছে করে।
জানি মহাকাল!
হয়ত,তুমি নিশ্চুপ থাকবে।
হয়ত,তোমার কাছে উত্তর নেই।

Add to favorites
2,950 views