মহাপ্রলয় বাই খাদিজা ইয়াসমিন -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
একটি প্রলয়ের অপেক্ষায় দিন গুনি,
একটি সত্য ন্যায়ের আহবানের অপেক্ষায় বুদ হয়ে থাকি
যে আহবানে ঘটে যাবে ‘মহাপ্রলয়’!
অন্যায়, মিথ্যা বিনাশ হয়ে জেগে উঠবে বিশ্বাসের দুনিয়া।
আমরা অহেতুক বাহারি সাহসের দাবীদাররা,
ভীতির পোশাক খুলে সত্যের শিকড় আকঁড়ে ধরতে পারবো একসাথে;
একসাথে রুখতে পারবো মিথ্যার শাসন।
তোমার সাড়া না পেয়ে ঘুমিয়ে গেছে এ তট,
ঘটাও মহাপ্রলয় বাজাও সত্যের নাকাড়া।
তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে পরিচ্ছন্ন হোক অন্তরের জং,,
আর সত্যকামুকদের ঈমানের শানে; লুটিয়ে পড়ুক অন্যায়ের দাজ্জ্বাল।
তুমি এসো একটা মেঘমুক্ত আকাশ নিয়ে
নিয়ে এসো কিছু সত্য বচনের তাবিজ,
তাবিজ গুনে যেন আমাদের অন্তরে পুষিত ফরমালিন শূন্য হয়ে যায়!
আর আমরা তাগড়া ঈমান নিয়ে বিচরণ করবো এ জমিন,
মানুষ এবং মানবতার তরে হবে জীবন বিলীন।
স্রষ্টা প্রেমে উদ্বেলিত হয়ে,
প্রবেশ করবোনা আর জৌলুসতার অন্দরমহলে।
মহাপ্রলয়ের অপেক্ষায় দিন চলে যায়,
ক্রমাগত থাবা বাড়ায় অন্যায়ের দাজ্জ্বাল।
সত্যি বলতে, প্রত্যেক মানুষের অন্তরে একেকটা মহাপ্রলয় দরকার।
দরকার সত্যের প্রতি তীব্র ভালোবাসা; তাই আমরা ‘মানুষ’ হই!
আর বাঁচুক মানুষ ও মানবতা।

Add to favorites
1,304 views