মহোৎসব -
আসাদুজ্জামান শাওন
Published on: জুন 24, 2017
মহোৎসব
আসাদুজ্জামান শাওন
————————————————
সিয়াম মাসের বিদায় লগ্নে ঐ দূর আকাশে
উঠলো হেসে শাওয়াল মাসের বাঁকা চাঁদ
পৃথিবী জুড়ে ঈদের আগমনী খুশির বার্তা নিয়ে,
প্রবাহিত হচ্ছে যে আজ – পবিত্র ধর্মীয় উৎসবের স্বর্গীয় সবুজ বাতাস।
মুসলমান পরিবারে প্রতিটি ঘরে ঘরে
সর্বত্র ছড়িয়ে পড়ছে যে আজ আনন্দ আর খুশির মহাউৎসব,
বৃদ্ধ-শিশু সবার মাঝে,দোল দিয়ে যায় আনন্দমুখর উৎসব স্রোত।
সন্ধ্যাকাশে ঈদের চাঁদ দেখার এই বিস্ময় ভরা অপেক্ষমাণ উৎসুক জ্বলজ্বল শত চোখের উৎসব মিছিলে
আকাশ সজ্জিত হয় আতশবাজির শব্দ আর আলোক মেলা উৎসবে;
শিশু-কিশোর সবার মাঝে ছড়িয়ে পড়ছে যে আজ খুশির অনাবিল জোয়ার,
বহু প্রতীক্ষার অবসান শেষে – বছর ঘুরে এলো যে পবিত্র ঈদুল ফিতর।
পূব আকাশে নতুন সাজে,উঠলো ভেসে রক্তিম কিরণ আজ
এ দিনটি যে এক শ্রেষ্ঠ মুহূর্ত – মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মীয় বড় উৎসব।
অতি ভোরে নিদ্রা হতে জেগে;গোসল শেষে পরিধান করো যথাসম্ভব উত্তম পোষাক,
ঈদগাহে্ যাওয়ার পূর্ব মুহূর্তে – খুশবু লাগিয়ে তৈরী হও বান্দা,মিষ্টি দ্রব্য ভক্ষণ করে পালন করো যথার্থ সুন্নত।
মুরুব্বি আর বাবা-মায়ের কদমবুসি করে, মন ভরে নাও তাদের আশীর্বাদ;
কোমলমতি শিশুদের স্নেহ আর সেলামি উপহার দিয়ে,ফুটিয়ে তোলো ওদের মুখে হাসির উৎসব।
পবিত্র মনে আল্লাহ্ – কে স্মরণ করে তৈরী হও ও মুমিন ভাইগণ
দলে দলে সকলে এগিয়ে যাও ঈদগাহ্ ময়দানে,
আজ দিনটি যে স্রষ্টা কর্তৃক মুসলমানদের জন্য বিশেষ সওগাত।
ধনী-গরীব ব্যবধান ভুলে ঈদের এই আনন্দের দিনে
এক হয়ে – এক কাতারে আদায় করো জামাতে ঈদের সালাত!
সালাত শেষে সকলে মিলে মোনাজাত ধরো এক সাথে
প্রার্থনা করো আজ মন খুলে;বিশ্ববাসী আর যুদ্ধ-বিধ্বস্ত দেশে বসবাসকারী মুসলমানবাসীদের জন্যে,
ঈদের এই পবিত্র খুশির দিনে – আল্লাহ্ এর দরবারে শুকরিয়া আদায় করো দু’হাত তুলে।
মোনাজাত শেষে বিভেদ ভুলে, বন্ধু-শত্রুর বুকে-বুক মিলিয়ে
প্রতিষ্ঠা করো ভ্রাতৃত্ব আর সাম্যের গান।
বছরের এই বিশেষ একটি দিনে – যাকাত-ফিতরা দাও মুসলমানগণ বেহিসাবি উজার করে;
গরীব-দুঃখী,অসহায় মানুষদের বুকে টেনে নিয়ে মুছে দাও তাদের অশ্রু-যন্ত্রণা সব।
উৎসবের এই বিশেষ আয়োজনে – সেমাই,ফিরনি,কোরমা,পোলাও দাও বিলিয়ে
আত্মীয়-অনাত্মীয় আর গরীব-দুঃখীর মাঝে,
উঁচু নিচু প্রভৃতি শ্রেণীর অহেতুক বৈষম্যের দেয়াল ভেঙ্গে
সকলের মাঝে ছড়িয়ে দাও আজ – ছড়িয়ে দাও আজ ঈদ উৎসব।
ঈদ মোবারক!ঈদ মোবারক!ঈদ মোবারক!
সুমধুর ধ্বনিতে ভরিয়ে তোলো ভুবন আজ।

Add to favorites
742 views