মাঝবরসী মনোরমা -
রুপক চৌধুরী
Published on: আগস্ট 13, 2018
তোমাকে ভুলে থাকা নয় মাঝবয়সী মনোরমা,
এ যে নিজেকে ভুলে থাকার প্রচ্ছন্ন প্রয়াস,
লোকায়ত জীবনকে লোকত্তরে খোঁজার স্বগত আশ্বাস,
সময়ের হিমবাহ বুকে গ্রীনহাউজ উষ্ণতা,
বরফীকরণ লক্ষ হোক চার্বাকী চৈতণ্যের মেরুবুকে,
তুমি কুম্ভিলক, কিছুই পাবে না,
যেমন পায় না কিছু, কত কবি দু-চার কলম লিখে ।
তাসের ঘর ভাঙ্গবে’ই একদিন,তবে কেন আশ,
সুনিপুণ ক্রীড়াবিদ ছিলাম কখন,
চাতুর্যের হোলিখেলা খেলে যাব বারমাস ।
তারচেয়ে ভালো নিস্তব্ধ থাকি,
সেখানে’ই খুঁজি মুক্তি,সম্রাজ্ঞী যেখানে নিরাকার নিরবতা।
জেনে রেখো বেহুলা,
নির্মোহী নির্বাণে পরা-প্রণয়ের বর দেবে দেবতা ।

Add to favorites
537 views