মাঝে মাঝে -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 1, 2013
মাঝে মাঝে কোন কিছুতেই মন বসে না!
চেনা মানুষ গুলো অচেনা লাগে।
মানুষ গুলোর গরম নিঃশ্বাসে যেন
পৃথিবী পুড়ে ছারখার হয়ে যায়!
চেনা শহরটাও অসহ্য লাগে,যত দূর দৃষ্টি যায়
চেনা রাস্তা ঘাট গুলো ও যেন আলসেমিতে ভরা!
মাঝে মাঝে কোন কিছুই ভাল লাগে না।
চেনা ঘর, পোষা পাখি
হাতে মেহেদি; জলে ভরা আঁখি!
একটু নীরবতায় শব্দের প্রতীক্ষা।
ছোট্ট চাওয়া; দীর্ঘ অপেক্ষা।
সব কিছুই কেমন অস্থির লাগে।
আদরে আদরে স্বপ্নের বাগানে
ভালোবাসার ফুল গুলো ও ভাল লাগে না!
অর্থ-হীন অর্থ-হীন।
বেঁচে থাকা টাও বিরক্তিকর লাগে।
Dark Evil

Add to favorites
2,607 views