মানবতা নীলুফা বেগম -
Nilufa Begum
Published on: মার্চ 3, 2018
মানবতা
জ্বলছে বসত, পুড়ছে ক্ষেত খামার
মরছে মানুষ, হাসছে শকুন
উঠছে ঝড় বিশ্ববিবেকের
তবু কাঁপে না হৃদয় অত্যাচারীর।
আরসা জঙ্গি দমনের নামে
মিয়ানমারের সেনাবাহিনী
করছে হত্যা নিরপরাধ রোহিঙ্গাবাসির।
একইভাবে নিধন হয়েছিল রুয়ান্ডায়
নিরপরাধ তুতসি আর হুটু সম্প্রদায়ের জনগন,
আরকান শহরে হচ্ছে আজ মানব হত্যার প্রতিযোগিতা
শান্তির দুত ভেঙ্গেছে শান্তির বলয়
দেশের মানুষগুলোকে তাই দেশ ছেড়ে পালাতে হয়।
প্রতিদিন সিরিয়ায় মরছে মানুষ, ভাঙছে ঘরবাড়ি
হচ্ছে লোপাট হাজার বছরের সভ্যতা
মুসলিম শাষক নিজের ক্ষমতার লোভে
করছে নিধন মুসলিম অধিবাসীকে,
অসহায় নিরপরাধ শিশু তাই
নিজের জীবন দিয়ে অমর হয়।
দানবের হাত চিরকাল লম্বাই হয়
হিস্রতায়ভরা জীবন মানেনা কোন বাঁধন,
যুগে যুগে সেই করেছে শাসন
যার আছে ক্ষমতা আর বিবেকহীন লালস
হিংস্র নখরে বারবার মানবতা লুন্ঠিত হয়।
সৃষ্টির আদি থেকে শোষকেরই জয় হয়
শাসিতের নয় এ কথাটা সত্যি নয়,
একদিন ভেঙে পড়বে আসাদের প্রাসাদ
ধ্বংস হবে অং সান সু চির সব অহংকার
রিফিউজিরা ফিরে পাবে তাদের স্বদেশ
এটাই হোক বিশ্বাস আজ সবার।
সেপ্টেম্বর ২৬, ২০১৭।

Add to favorites
512 views