মানবতা -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 27, 2013
আজব শহরে বাস আমাদের,এই পৃথিবীর তরে
মানুষ-পশুর বাস যেখানে একই ইট পাথরে।
ভেদাভেদ নেইকো কোনো ক্ষুধার জ্বালায় লালা ঝড়ে
কুকুরের পাশে ঘুমে বিভোর শিশু
কাঁটে দিন, কাঁটে রাত, শত বছর নিদারুণ অনাহারে।
এ কেমন পৃথিবীতে বাস কেউ বাঁচে কেউ মরে
বিত্তের ঘরে উল্লাস যখন, অভিশাপ দারিদ্রের ঘরে
মানুষ নামের নিস্প্রাণ দেহগুলো
বাঁচে কেবল নিজের তরে
লালসা-কামনার কোষাগারে তৃপ্তির ভান্ডার
কে দেখে বলো কারে।
মানুষ ভুলে যায় দিন বদলের পালা
ভুলে যায় মানুষ মানুষের রিক্ততা
শত শহস্র শকুন ব্যাকুল চিত্তে প্রতিক্ষায়
কখন যে ঝিমিয়ে পড়বে মানবতা।
ওরা পথের ধারে চিরকাল মরে অমনি রয় পড়ে
স্বপ্ন আসেনা কষ্ট কাঁদায়না;
সয়ে যাযওয়া দেহে জীবন সরে যায় দূরে।
নে না তুলে কোলে একটি ক্ষুধার দিন
বুকের পাঁজরে গাঁথা চিরন্তন কষ্ট
ছুঁয়ে দেখ ওদের চামরার ভাঁজে ভাঁজে
চোখ দু’টিতে অসহায়ত্ব স্পস্ট।
এ কেমন বেঁচে থাকা ক্ষুধার তাড়নায়
চেতনাহীন মানুষ- কুকুর জড়ায় যেচে
আততায়ী বাতাসে মানবতা উড়ে
কুকুরের পাশে ওরা থাকে বেঁচে।
http://drkevil.com/home/manobota/

Add to favorites
3,775 views