মানুষ যখন মারে -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 30, 2021
হত্যা করে পশু এক আদিম তাড়নায়,
জৈবিক উৎপাতে নখের তীব্র চিৎকার
শক্ত চোয়ালের বিভৎস অন্য উল্লাসে,
মাংস ছিড়ে খায় রসনার অনন্য বিলাসে ।
প্রকৃতিও খুনি হয় বৈরী কোন আক্রোশে,
যেন সংকেতহীন আচমকা অভুযত্থান
তার মুখেও খেলা করে বৈরীতা অভিন্ন
আতংকের ধূপ ছিটায় ধ্বংসের পিচকারি।
মানুষ যখন মারে হাসতে হাসতে’ই মারে
প্রকৃতিতে তখন ঝড় থাকে না কোন,
তার উদরেও তখন ক্ষুধা থাকে না আর,
খুন করবে সে আনন্দে’ই হাসে বার বার ।
মানুষ যখন মারে হাসতে হাসতে’ই মারে,
হাসি যখন খঞ্জর, তখন কে বাঁচাবে কারে।

Add to favorites
410 views