মা’মুখ -
Emran Hasan Joy
Published on: ডিসেম্বর 31, 2017
জানি যেতে হবে ভুবন ছেড়ে কোনো একদিন।
যদি আজি যাই, সব মায়া ভুলে, কি হবে তবে?
ভাবনার মেঘ এঁকে দিয়ে যায় মুখ,
এযে তুমি, মোর জগৎশ্রেষ্ঠা জননী।
কি দুঃখে বিমর্ষ তুমি, কেমন করে রবে!
কেঁপে ওঠে বুক ভাবনায় ছেদ ধরে।
আমি দেখেছি এ মুখ অদূর অতীতে,
হারিয়ে গিয়েছি পাড়াময় খোঁজ চলে।
দিকে দিকে লোক পাঠায় ভাসছো নয়ন জলে।
অঘটন ঘটিয়ে আমি লুকাই পালঙ্কতলে!
বেরিয়ে আসার সাহস না পাই, যদি মার খাই!
আমি দেখেছি এ মুখ এইতো সেদিন,
খনিকের ঝটকায় কিছু বুঝতে না পারি,
খেলছি লাটিম বারান্দায়, ছাদ খসে পড়লো মাথায়!
কাঁখের কলসি ছুড়ে ছুটে এলে, ‘বান্ধব আমার যায়’!
আমি দেখেছি এ মুখ ঘাটে তরী ডোবার পরে,
বাবার হাতে দেখে মোর ভেজা জামা,
ভেবেছিলে দুনিয়াতে মোর আর হলোনা থামা।
বিলাপ ছুড়ে বান্ধবখোঁজে দিকভ্রান্ত ছুটলে,
ঠিক তখনি দরজায় আমায় দেখতে পেলে।
আমি এ মুখ দেখেছি সেদিন বিদায়কালে,
মাটি শিকড় ছাড়তে নারে, তবু না পারে।
জীবনযুদ্ধে নাড়িতে টান আহারে,
কি মমতায় বাহুডোরে জড়িয়ে ছিলে আমারে।
আমি ও মুখ আর দেখতে না চাই,
তাইতো কত কথা লুকাই।
কেমন করে সইবো ও মুখ চার পায়াতে শুয়ে!
মরেও যে আর সুখ হবেনা ছটফটাবো পরে।
বিধি, আমায় আর মাকে নিও,
এক প্রহরে ওপারে…।

Add to favorites
902 views