মায়াজাল -
Farjana Shanta
Published on: জুলাই 28, 2020
জলন্ত এক লাশ পিন্ড
দেহ তার নথর
পরে আছে নদীর ঘাটের
ওপার।
অনেক দিন হয়ে যায়
দেখিনা তাকে,
তবু্ও যেন,নাড়া দেয় সে
আমার নতুন ভোরের
স্বপ্ন সেজে।
সে কেও নয়,
আর কেও নয়,
আমারই প্রতিচ্ছবি।
হ্যাঁ আমারই প্রতিচ্ছবি।
দেখিনি তো কখনো
ভেবে,
এ লাশ পিন্ড কে হবে!!
যদি ভাবতাম, তবে তো কবেই এ জগৎ সংসার
ছাড়তাম।
হলো না তো দেখা
এ জগতের পুরো মায়াজাল,
শুধু পরে রয়েছিলাম,
ভূখন্ডের এক কোণে,
দুই যুগ সাল।
তবুও কেন এ তৃষ্ণার্ত
হৃদয় যেতে নাহি চায়
ওপার।
নিয়তির পালা শেষে,,
যেতেই যে হয় সবার।

Add to favorites
947 views