মায়ের কাছে আমার ঋণ লিখা: মিনা -
Kolpona mina
Published on: জুলাই 6, 2021
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন যিনি তিনি আমার মা
হাঁটি হাঁটি পা পা করে বড় করেছেন তিনি আমার মা
জগৎ জুড়ে মা যখন সবাই ছুঁড়ে ফেলে দেয় দূরে তুমি মা তখনও পরম আদরে আগলে রাখো বুকে
তোমার গায়ের গন্ধ মাগো আমি চিনতে পারি
হাজার ভিড়ে মাগো আমি তোমার মুখটি খুঁজে ফিরি।
তোমার মতো এই জগতে মুছে না কেউ আমার চোখের পানি
তোমায় আমি কতো ভালোবাসি জানেন শুধু আমার অন্তর্যামী।
জগৎ জুড়ে মা শুধু অন্ধকারের মেলা এই অন্ধকারে মাগো তুমি শিখিয়েছ আলো নিয়ে খেলা।
সংসারের জন্য মাগো তুমি করেছো কতো ত্যাগ
ভালো খাবার রান্না করে সবার আগে দাও আমাদের পাতে তুলে
পুরোনো কাপড়ে তোমাকে বেশ মানায় নতুন না হলেও চলে
বলো মা এইভাবে কি চলে ?
দিনশেষে মা তুমিই বলো কিরে খুকী মুখটা অমন শুকনো কেন খাসনা বুঝি ঠিকমতো
বয়সের ভারে অসুস্থতায় নুয়ে পড়েছে তোমার শরীর তারপরেও নেই ক্লান্তির রেশ নাকি ক্লান্ত থেকেও ভালো থাকার অভিনয়ে তোমার দিন কেটে যায় বেশ।
জানো মা আমি তোমার দিকে নিশ্চুপ তাকিয়ে থাকি
দেখি তোমার শুকিয়ে যাওয়া মুখখানি
কতো ব্যথা হৃদয়ে তোমার তা আমি কিছুটা হলেও জানি
আজও মাকে বলতে শুনি উনার মায়ের কথা যুগে যুগে মায়েরা কি এমনি হোন পেয়ে যান শুধু ব্যথা।
মাগো তোমার কাছে আমার অনেক ঋণ জানি শোধরাতে পারবোনা কোনদিন
শুধু ভালোবেসে যাবো চিরদিন।

Add to favorites
879 views