মা আমি ধর্ষিতা ##লিখা : মিনা -
Kolpona mina
Published on: জুন 26, 2020
ক্যান্সারে মৃত আমার বাবার লাশ আনতে গেলেন মা
ফিরে এসে মায়ের আর কান্না থামেনা
ফুটফুটে কন্যা তার আর নেই এ পৃথিবীতে
নরপিশাচের আঁচড় লেগেছে আমার গায়ে।
আকাশ-বাতাস ভারী মায়ের আর্তনাদে
একটি কবর খুঁড়তে গিয়ে দু’টি কবর খুঁড়ো
পাশা-পাশি চিরতরে বাবা আর মেয়ে ঘুমাবো।
মা মা আমি হীরা মনি তোমার সেই ছোট্ট মেয়েটি
মা আমি আজ ধর্ষিতা
আমায় ওরা বাঁচতে দিলোনা
বাবার মৃত মুখটাকে আর দেখা হলোনা
লাশের জন্য পথ চেয়ে আজ আমিই হয়েছি লাশ।
এভাবে আর কতো হীরা মনিরা ধর্ষিত হবে আমাদের নেই জানা
একাত্তরের যুদ্ধে ধর্ষিতারা পেয়েছিলো বীরাঙ্গনার খেতাব
একাত্তরের পরে যারা হলো ধর্ষিত তাদেরও কি দেয়া হবে কোনো খেতাব ?
কি দিয়ে এই কলঙ্ক মুছবে তাদের ?
সুশীল সমাজের মানুষ তোমরা মুখোশ পড়েছ মানুষের
তোমাদের কাছে প্রশ্ন আমার তোমরাও কি নিজেকে মানুষ মনে করো ?
কোনোরকমে বেঁচে গিয়েছিলো যে ধর্ষিতা নারী
সমাজ তাদের ছুড়ে ফেলেছে ডাস্টবিনে
ধর্ষিতা মেয়েটি পায়নি বিচার লোকলজ্জার ভয়ে সে
আজও মুখ লুকায়
আর ধর্ষকেরা বেঁচে থাকে মাথা উঁচু করে
হয়তোবা দিন শুরু করে নতুন কাউকে করে শিকার
নির্লজ্জদের ধিক্কার হাজারবার ধিক্কার ।
শিশু থেকে শুরু করে সব বয়সের নারীদের দেহে তোরা দিয়েছিস হানা পৈশাচিক আনন্দে মেতে উঠেছিলি তোরা হায়রে পশুর দল সেইদিন সেইরাত্রিতে বিবেককে দিয়েছিলি তোরা বিসর্জন
হায়! পিশাচের দল
পিশাচের দৃষ্টিতে যে পরেছে তারা কি আর নিস্তার পাবে বল
তোদের আর পশুদের মধ্যে নেই কোনো পার্থক্য বিবেক থেকেও তোরা আজ পশুদের দলে অন্তর্ভুক্ত
তবে তোদের থেকে বিবেকহীন পশুই ভালো
এই শহরে কতো নারীকে করেছিস তোরা বিবস্র
তোদের জন্যই আজ ঘৃণ্য এই সমাজ ।
সম্ভ্রম হারিয়ে কতো নারী কেরোসিনের আগুনে ঢাকলো তাদের কলঙ্ক
হায়! কতো বোনেরা কলঙ্ক গুছাতে গলায় দিলো দড়ি
ধর্ষক পুরুষ তুইও নিজেকে পুরুষ বলে করিস দাবি
আরে তুইতো আজন্ম পাপী
তোদের প্রতি ঘৃণা পুরুষ তোদের প্রতি ঘৃণা
না না আমি পুরো পুরুষ জাতিকে ধর্ষক বলছি না
তবে কে যে কখন ধর্ষকের তালিকায় নাম লিখাবে তাও আমার নেই জানা !
আমরা আবার ধর্ষক কিংবা ধর্ষিতা নই তবে আমরা দর্শক
নীরবে নিভৃতে দেখে যাচ্ছি একের পর এক ধর্ষিতার জীবনের ক্ষয় আর হায়েনাদের জয়
তবে একটাই দাবি
ধর্ষকদের ঝুলানো হোক ফাঁসিরকাষ্ঠে
এদের বিচার দেখে যেনো ভয় পায় পুরুষ জাতি।

Add to favorites
917 views