মা -
Farjana Shanta
Published on: জুলাই 28, 2020
মা গো,তুমি আমার কাছে
আমার চোখের মনি,
তোমার ভিতর লুকায়িত
রতন মুক্তা খনি।
মিলবে গো মা,সেই রতন
করলে তোমার
চরণ জতন।
পাপ হবে যে মিথ্যা বলিলে
এ যে আছে মোর,
কোরানের দলিলে।
মা গো, তুমি স্রষ্টার দেয়া,
স্রেষ্ঠ রহমত।
তোমায় যদি হারাই
গো মা,
হারাবো বরকত।
দুঃখ যেদিন এসেছিল
মোদের দুয়ারে,
সেদিন ও মা রেখেছিলে
তোমার শিয়রে।
হে,পৃথিবী
তুমি যেন কভু ভুলনা,
আমার মায়ের কোন
হয়না তুলনা।
মা গো,তুমি কেঁদো নাকো
আমার বিদায় কালে,
আমি ত মা আসবো
রোজই
তোমার স্বপ্নজালে।

Add to favorites
1,362 views