মিথ্যার মালা -
রুপক চৌধুরী
Published on: মে 22, 2020
সত্য আর সুন্দরের মালা গাঁথো মিথ্যের সুতোর,
তোমার সুন্দর কবিতাগুলো প্রতারণার অংক কষে,
ভর করে ছলাকলার নান্দনিক সূত্র,
অথচ তুমি কবি,ভালো লাগা কত ভক্তের,
বাহাবা পাচ্ছো অগনিত শুভাকাঙ্খীর আজকাল,
ঈর্ষা করি না কবি তোমার ক্রমশ অগ্রযাত্রায়,
শুধু অদ্ভুত লাগে যখন দেখি কবিরাও শব্দের বুকে,
নির্বিকারে জুড়ে দেয় মিথ্যার ছন্দ মাত্রা,
প্রতারণার অলংকারে কবিতাকে দেয় সৌসব,
অনেকের কাছে সে কবিতা কৃষ্ণের বাঁশি,
হাততালি মন্তব্যে খুশি হও রাশি রাশি আনমনে,
শুধু সে জানে সে কবিতার জ্বালা,
মিথ্যের ধারালে চিত্রকল্পে যারে করো অনিবার খুন,
তবুও তুমি কবি,ভক্তের বুকে আঁকা সুন্দরের ছবি।

Add to favorites
370 views